‘আগুয়েরোওওওওওওও…’
মার্টিন টাইলারের সেই উচ্ছ্বাসমাখা কণ্ঠস্বর এখনো ফুটবলপ্রেমীদের কানে বাজে। সের্হিও আগুয়েরোর শেষ মুহূর্তের গোলেই ৪৪ বছর পর নিজেদের প্রথম লিগ শিরোপা নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি। সে গোলেই শোনা গিয়েছিল টাইলারের সেই উচ্ছ্বাস। যে শিরোপা প্রিমিয়ার লিগের শক্তিশালী দলের কাতারে আনুষ্ঠানিকভাবে লিখে দেয় ম্যানচেস্টার সিটির নাম। আবুধাবিভিত্তিক সিটির নতুন মালিকের জন্য সে সাফল্যটা তখন খুবই দরকার ছিল।
ঘরোয়া লিগে সিটির আধিপত্যের শুরুটা তখন থেকেই। ভাবা যায়, সে গোলের দশ বছর হয়ে গেছে! ৯৩ মিনিট ২০ সেকেন্ডে করা সেই গোলের পর আগুয়েরোর উদ্যাপনের ছবিটা ইতিহাস হয়ে গিয়েছে। জার্সি খুলে মাথার ওপর বনবন করে ঘোরাতে ঘোরাতে ভোঁ দৌড়, প্রিমিয়ার লিগ যত দিন টিকে থাকবে, সে ছবিটাও ফুটবলপ্রেমীদের অন্তরে গেঁথে থাকবে। সম্প্রতি আগুয়েরোর সেই গোলের ১০ বছর পূর্তি হয়েছে।
বেশ আয়োজন করেই উপলক্ষটা উদ্যাপন করছে ম্যানচেস্টার সিটি। উদ্যাপনের সবচেয়ে বড় অনুষঙ্গের উদ্বোধন হয়ে গেছে আজ। সের্হিও আগুয়েরোর সে উদ্যাপনটাকে ‘অমর’ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আগেই। এবার সেই সিদ্ধান্তেরই বাস্তবায়ন হলো।