রুবেল সাগর, রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ২০১৯ সালে গড়ে উঠা সংগঠন আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জের উদ্যোগে লক্ষ্মীপুর জেলায় পবিত্র রমজান মাস ব্যাপী আমরা সুরের পাখি নামক ইসলামী গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে “ক” এবং “খ” বিভাগে জেলার প্রায় ৭০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। এদের মধ্য থেকে বিচারকদের ফলাফলের ভিত্তিতে গত ১মে “ক” বিভাগ এর চূড়ান্ত ফলাফল এবং “খ” বিভাগের প্রাথমিক ফলাফল প্রকাশ করেন বিচারকগণ।
বিচারকার্য পরিচালনা করেন অনুপম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক মিরাজ হুসাইন, রামগঞ্জ রংধনু শিল্পী গোষ্ঠীর পরিচালক আমজাদ হোসাইন রিয়াদ, উদ্যোক্তা এবং মোটিভেশনাল স্পিকার জাকির পারভেজ।
“খ” বিভাগ এর চূড়ান্ত ফলাফল এর বিচার কার্যের জন্য বিচারকের দায়িত্ব পালন করেছেন ইসলামী সংগীত জগতের, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত, বিশিষ্ট গীতিকার সুরকার ও সুর সম্রাট উপাধিখ্যাত শিল্পী মশিউর রহমান।
আজ ২০ মে শুক্রবার সকাল দশটায় রামগঞ্জ মোহাম্মদীয়া চাইনিজ রেস্টুরেন্ট এ এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জানানো হয় “খ”বিভাগ এর চূড়ান্ত ফলাফল।
যেখানে প্রথম স্থান অধিকার করছেন জিহাদ হোসাইন, দ্বিতীয় স্থান অধিকার করেছেন আসলাম হোসেন, তৃতীয় স্থান অধিকার করেছেন হাসান সজীব,চতুর্থ হয়েছেন সাইফুল ইসলাম, এবং পঞ্চম হয়েছেন রাসেল হোসেন।
জাকির পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগঞ্জ পাট বাজার জামে মসজিদের খতিব আব্দুর রহমান ফারসি কবি।
আরো উপস্থিত ছিলেন হাফেজ মিজানুর রহমান, ইলিয়াস শাহ, এডভোকেট হাসান আল বান্না।
রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক। আমজাদ হোসাইন, মিরাজ হোসাইন গ্রুপের মডারেটর ফাতেমা জান্নাত,তানিয়া আক্তার নুর আব্দুল করিম জনি সহ অন্যান্য সদস্য বৃন্দ।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রথম পুরষ্কার ৩০০০হাজার
দ্বিতীয় পুরষ্কার ২০০০হাজার
তৃতীয় পুরষ্কার ১০০০হাজার
চতুর্থ পুরষ্কার ৫০০
পঞ্চম পুরষ্কার ৫০০
সহ্ আকর্ষনীয় পুরস্কার দেওয়া হয়।
এই ছাড়াও সকল বিজয়ীদের হাতে শিল্পী মশিউর রহমান এর স্বাক্ষর করা সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
পুরো অনুষ্ঠান জুড়ে স্পন্সর হিসেবে ছিলেন, ক্রাফট বিডি, সাঁকো বাজার, আল মদিনা ফার্মাসিটিক্যাল লি: এক্সপো ফ্যাশন, আবদুল্লাহ ক্রোকারিজ এন্ড রেক্সিন হাউজ। পুরো অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন আমাদের মুক্তকণ্ঠ।
রমজান মাস জুড়ে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতার সার্বিক তত্বাবদানে ছিলেন গ্রুপের অন্যতম এডমিন মকবুল আহমেদ।
আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক দক্ষিণ কোরিয়া প্রবাসী মোশাররফ হোসেন মুসু বলেন সুস্থ্য ধারার সংস্কৃতিকে ছড়িয়ে দিতে আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি ধারাবাহিকভাবে আমরা এই কার্যক্রম চালিয়ে যাব।
এই রকম অনেক সামাজিক কাজ সবার অগোচরে করে যাচ্ছি আমরা।
তিনি আরো বলেন আধুনিকতার ছোঁয়ায় রামগঞ্জ সামাজিক কাজগুলোর পাশাপাশি এমন শিক্ষামূলক উদ্যোগ নিয়ে কাজ করবে তাই তিনি সকলকে গ্রুপের সাথে থাকার আহ্বান করেন। এবং এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে যারা অর্থ শ্রম এবং মেধা দিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠান উদযাপন কমিটির পক্ষ থেকে সংগঠনে এডমিন মকবুল আহমেদ এবং মুক্তকণ্ঠের সকল কর্মকর্তা শুভাকাঙ্ক্ষীদের প্রতি বিশেষ ধন্যবাদ জানান।