বাংলাদেশে হবে ‘তারেক বসন্ত’: ছাত্রদল নেতা আকতার

আরব বসন্তের মতো বাংলাদেশেও আরেকটি বসন্ত হবে বলে আশা করছেন বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতা। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আকতার হোসেনের আশা, বাংলাদেশে এই বসন্ত হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। আর এর নাম হবে ‘তারেক বসন্ত’।

আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের প্রতিবাদী মিছিল–পরবর্তী সমাবেশে এসব কথা বলেন আকতার হোসেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘হত্যার হুমকি’ দিয়েছেন অভিযোগ করে এর প্রতিবাদে এ কর্মসূচি পালন করে ছাত্রদল।
পাশাপাশি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলামের ওপর ‘সাদাপোশাকে পুলিশের হামলার’ প্রতিবাদ, আটক ছাত্রদল নেতাদের নিঃশর্ত মুক্তি এবং দেশব্যাপী পুলিশ-প্রশাসনের ‘নৈরাজ্য ও হয়রানি’ বন্ধের দাবি জানান সংগঠনটির নেতারা।

সমাবেশে সভাপতির বক্তব্যে আকতার হোসেন বলেন, ‘আমি আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছি। ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলামসহ নেতা-কর্মীদের হয়রানি বন্ধের জন্য পুলিশ ভাইদের অনুরোধ করছি। তাঁদের বলব, আপনারা ওসি প্রদীপের ঘটনা থেকে শিক্ষা নিন, সারা দেশে নৈরাজ্য বন্ধ করুন।’