সাফিউল ইসলাম রকি
প্রতি বছরের ন্যায় এ বছরও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন শুরু হয়েছে ।
কিন্তু এ বছর জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য কিছুটা পরিবর্তন আনা হয়েছে যাদের এস,এস,সি, তে ন্যূনতম জিপিএ 3.50 পেয়েছে শুধু তারাই অনার্স এর জন্য আবেদন করতে পারবে ।
যাদের এস,এস,সি,তে জিপিএ 3.50 এর কম আছে তারা আবেদন করতে পারবে না ।
কিন্তু এর আগে এর আগে অনার্স বর্ষের আবেদন এর মাধ্যম ছিল যাদের ন্যূনতম জিপিএ 2.50 তারা আবেদন করতে পারতো কিন্তু এবছর এতে ভিন্নতা আনা হয়েছে ।
তাই শিক্ষার্থীরা বেশ কয়েকদিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের দাবী আগের আগের মত যেন তারা অনার্সে আবেদন করতে পারে এবং আগে যেমন 2.50 পয়েন্টে আবেদন করতে পারতো এবারে প্রতি বছরের ন্যায় এ বছরও যেন তারা আবেদন করতে পারে ।
এ পর্যন্ত আন্দোলনকারীদের কোন কিছুতে সাড়া দেয়নি শিক্ষা মন্ত্রী ও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
শিক্ষার্থীরা বলেছেন লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি না খেলে অতিদ্রুত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নিম্নলিখিত দাবি গ্রহণ করা হক । এবং সকল শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার সবাইকে সমান অধিকার দেওয়া হক ।