নওগাঁর মান্দায় বাজ পড়ে সাজেদুর রহমান নামের ( ২১ ) এক যুবক নিহত

সাফিউল ইসলাম রকি

আজ নওগাঁর মান্দায় দক্ষিন নুরুল্লাহবাদ গ্রামে সাজেদুর রহমান নামের যুকব এর উপরে বাজ পড়ে ।

সাজেদুর রহমান এবং পিতা মোঃ রফিকুল রহমান ।তারা দুজন মিলে পোয়াল পালা দেওয়ার সময় এই ঘটনা ঘটে ।

পোয়াল পালা শেষের দিকে হঠাৎ বৃষ্টি ও ঝড় শুরু হয় ।
সাজেদুর রহমান এর বাবা তাকে রেখে বাড়ি চলে গেলে এই ঘটনা ঘটে ।

সাজেদুর রহমান এর মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে