লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

লক্ষ্মীপুর প্রতিনিধি: রনি মজুমদার
লক্ষ্মীপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন অনুস্টিত হয়েছে। ১১ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেন। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন হয়।

উৎসাহ উদ্দীপনা ও সুশৃঙ্খল পরিবেশে ভোট দেয় সবাই। ভোট গননা শেষে ম্যানেজিং কমিটি নির্বাচন এ সর্বোচ্চ ভোট পায় শামছুল আলম পিন্টু ৪৭৬। ২য় হয় হুমায়ুন কবির হিমু ৪২১ ভোট। ৩য় হয় শাহ এমরান হোসেন ৪১২ ভোট পেয়ে এবং ৪র্থ হয় মোঃ দেলোয়ার হোসেন ৩৯৪ ভোট পেয়ে। অভিভাবকরা তাদের সন্তানদের লেখাপড়ার মান এবং স্কুলের ঐতিহ্য ফিরিয়ে আনতে ভোট দিয়ে জয়যুক্ত করেন প্রার্থীদের।

নির্বাচনে জয়ীদের কাছে এলাকাবাসীর প্রত্যাশা নির্বাচিত সদস্যরা বিদ্যালয়ের উন্নয়নে যথাযথ ভূমিকা পালন করবেন।