বেস্ট টিম অফিসিয়াল মানবিক টিম ফাউন্ডেশনের উদ্যোগে সিলেটে ত্রাণ বিতরণ।

সাফিউল ইসলাম রকি:
বেস্ট টিম অসিয়াল মানবিক টিম ফাউন্ডেশন ও জনশক্তি ব্লাড ব্যাংকের যৌথ উদ্যোগে এবং স্বপ্ন-পূরণ সেবা সংস্থা, বাশু বাংলাদেশের ব্যবস্থাপনায় সিলেট সদর ও গোয়াইনঘাট উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেস্ট টিম অফিসিয়াল মানবিক টিম ফাউন্ডেশনের তত্ত্বাবধায়ক প্যানেল মেম্বার, মোঃ জিয়াউর রহমান, মোঃ সৈকত জোয়ারদার বাবু, দ্বীপ রোজারিও, ইসমাইল হোসেন রনি, সাফিউল ইসলাম রকি এবং জনশক্তি ব্লাড ব্যাংকের সভাপতি আমিনুল ইসলাম।

উপস্থিত ছিলেন বেস্ট টিম অফিসিয়াল মানবিক টিম ফাউন্ডেশনের ঢাকা জেলা প্রতিনিধি, দিপা রোজারিও, ফাতেমা আক্তার, মোহাম্মদ রাহাদ, ফয়সাল আহাম্মেদ, মেঘ আক্তার সহ আরো অনেকেই।

উক্ত অনুষ্ঠানের ব্যবস্থাপক স্বপ্ন-পূরণ সেবা সংস্থার সভাপতি শেখ হাবিব বলেন বেস্ট টিম অফিসিয়াল মানবিক টিমের প্রতিষ্ঠাতা সভাপতি রবি আহাম্মেদ নিশ্চই ভালো হৃদয়ের ব্যক্তি যিনি আমাদের মুখে সিলেটের পরিস্থিতি জানতে পেরে সাথেসাথে তিনি পদক্ষেপ গ্রহণ করে ত্রাণ সহ উনার টিম সিলেটে পাঠিয়েছেন, আমরা সিলেট-বাসী উনি এবং উনার টিমের প্রতি কৃতজ্ঞ।

এবং বাশু বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইসফাক আহমদ জিহান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন নিশ্চই বেস্ট টিম একটি মানবিক পরিবার যাদের উদারতা শব্দচয়নে আজীবন মানুষ মানবতার পাতায় লেখা থাকবে।

উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আমাদের মুক্তকণ্ঠ সিলেট বিভাগীয় প্রতিনিধি মাওলানা উমর ফারুক শাবুল ও আল-ফরকান ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক আনহার বিন সাইদ।

বেস্ট টিম অফিসিয়াল মানবিক টিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব রবি আহাম্মেদ বলেন, মানুষ মানবতার কাজে কিছু অসাধু ব্যক্তি ধারায় বাধা বিপত্তি আসবে তাতে থেমে যাওয়া নয়, সকল বাধা বিপত্তি অতিক্রম করে মানুষের কল্যাণে অমৃত্যু কাজে করে যাবে বেস্ট টিম অফিসিয়াল মানবিক টিম ফাউন্ডেশন এবং বেস্ট টিম অফিসিয়াল মানবিক টিম ফাউন্ডেশনের ব্যবস্থাপক আসিফুর রহমান শান্ত’র দিকনির্দেশনায় উক্ত অনুষ্ঠান-টি সম্পূর্ণ করা হয়।