বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের আদনান রহমান
অনুসন্ধানী সাংবাদিকতায় ‘বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছেন ঢাকা পোস্টের প্রধান প্রতিবেদক আদনান রহমান।
প্রথমবারের মতো দেওয়া এই মিডিয়া অ্যাওয়ার্ডে নারী ও শিশু (অনলাইন) ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন আদনান রহমান। স্বপ্নের দুবাইয়ে দুঃস্বপ্নের রাত পার করছেন বাংলাদেশি তরুণীরা এবং দুবাইয়ে বাংলাদেশি তরুণীদের পতিতাবৃত্তিতে বাধ্য করছেন যারা শিরোনামে অনুসন্ধানমূলক দুটি এক্সক্লুসিভ প্রতিবেদনের জন্য সেরার পুরস্কার পেয়েছেন তিনি।
সোমবার (৩০ মে) সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হয়। আদনান রহমানের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১’ আয়োজক কমিটির আহ্বায়ক ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সভাপতিত্বে হওয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
সাংবাদিক আদনান অনুভুতি প্রকাশ করে আমাদের মুক্তকণ্ঠকে জানান, বাংলাদেশের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড পেয়ে আমি সত্যি আনন্দিত। এই পুরষ্কার আমার জন্য যেমন স্বীকৃতি হিসেবে থাকবে, তেমনি ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করার অনুপ্রেরণা দেবে৷ এমন একটি স্বীকৃতি দেয়ার জন্য আমি বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
আমার সিরিজ নিউজটি ছিল দুবাইয়ে বাংলাদেশি তরুণী পাচার সম্পর্কিত। এই নিউজের প্রায় ৭০ ভাগ অনুসন্ধান দুবাইয়ে গিয়ে করতে হয়েছে। অফিস আমাকে দুবাই পাঠিয়ে অনুসন্ধানের সুযোগ করে দেয়ায় আমি আমার সম্পাদক মহিউদ্দিন সরকারের কাছে কৃতজ্ঞ। এছাড়াও আমি আমার স্ত্রী, বাবা-মা ও পরিবারকে ধন্যবাদ জানাই যারা আমাকে সার্বক্ষনিক সহযোগিতা করছে।
বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ছাড়াও আদনান রহমান এ বছর মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বর্ষসেরা রিপোর্টার, বাংলাদেশের পর্যটন শিল্পের প্রসারে অবদান রাখায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সম্মাননা-২০২১ এবং বাংলাদেশ ট্যুরিজম নেটওয়ার্ক-২০২২ এর পর্যটন বিষয়ক সেরা প্রতিবেদকের পুরস্কার অর্জন করেন।