ক ম জামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি
সম্প্রতি কক্সবাজার এক নাম্বার সংসদীয় আসনের (চকরিয়া-পেকুয়া) মাননীয় সাংসদ জনাব জাফর আলম সাহেব সৌদির খামিস মোশায়েত শহরে আগমন উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ আছির প্রদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষে উষ্ণ সংবর্ধনায় সংবর্ধিত করা ।
স্থানীয় এক কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্ঠা আবুবকর কামাল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আজাদ রহমান।
প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি চকরিয়া – পেকুয়ার জননন্দিত নেতা মাননীয় সাংসদ জননেতা জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন মক্কা বঙ্গবন্ধু পরিষদেরর সভাপতি হাবিবুল্লাহ সওদাগর, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বিল্লু।সংগঠনের আছির প্রদেশের উপদেষ্ঠা আব্দুল মুকিত চৌধুরী শেলু, সহসভাপতি শফিউল আজম, আনোয়ার মোস্তাক, আশরাফ চৌধুরী, আব্দুর রহিম ফারুক মাহমুদী। বক্তব্য রাখেন মোঃ পেয়ারু, হারাধন শীল, মোঃ আজম,মোঃ রহমতউল্লাহ, মোঃ আলমগীর প্রমুখ।
প্রধান অতিথি উপস্থিত প্রবাসীদের সাথে মতবিনিময় করেন এবং উপস্থাপিত সমস্যার সমাধানের আশ্বাস দেন।