অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা মমিনুল হকের
অবশেষে ব্যক্তিগত কারণ দেখিয়ে টেস্ট অধিনায়কত্ব থেকে সড়ে দাঁড়ালেন মমিনুল হক।মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যা ৭ টার দিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় মমিনুল হক তার এই সিদ্ধান্তের কথা জানায়।
মুমিনুল বলছেন, ব্যাটিংয়ে দলের জন্য অবদান রাখতে পারছেন না বলেই অধিনায়কত্বের কাজটা কঠিন হয়ে যাচ্ছে তাঁর জন্য, ‘অধিনায়ক হিসেবে দলে অবদান রাখতে পারছি না। আমার মনে হয় এ সময়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়াটা ভালো। আমি বলেছি, এখন কী সিদ্ধান্ত নেবেন সেটি তাঁদের (বিসিবি) ব্যাপার।’
২০১৯ সালে সাকিব আল হাসানের ওপর আইসিসির নিষেধাজ্ঞার পর টেস্ট অধিনায়কত্ব দেওয়া হয়েছিল মুমিনুলকে। তাঁর নেতৃত্বে ১৭টি টেস্ট খেলে বাংলাদেশ জিতেছে ৩টিতে। এর মধ্যে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়টিও আছে, বাকি দুইটি জয় এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে।