নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম
ইভটিজিং এর দায়ে চট্টগ্রামের ফটিকছড়িতে দুই যুবককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে তাদের কাছ থেকে মৌখিক মুচলেকা নেয়া হয়।
৩১ মে (মঙ্গলবার) ফরহাদাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে বিরক্ত করা, বিভিন্ন ধরনের অশালীন কথাবার্তা বলা এবং বিনা অনুমতিতে মোবাইলে ছাত্রীদের ভিডিও ধারণ করার অপরাধ প্রমাণিত হওয়ায় ১৫ হাজার টাকা করে দুইজন কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন হারুয়ালছড়ি ইউপির হাজারখীলস্থ জাহাঙ্গীর আলমের পুত্র মোহাম্মদ আসিফ ও শামসুল আলম বাবুলের পুত্র মোহাম্মদ মুন্না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান সানি বলেন, দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা লংঘনের অপরাধে দুই জনকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং তারা এ ধরনের অপরাধ আর করবেনা মর্মে মৌখিক মুচলেকা প্রদান করে। ইভটিজিংয়ের বিরুদ্ধে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।
উল্লেখ্য যে, গত ২৯মে ভূজপুরে স্কুল শিক্ষার্থীকে ইভটিজিং করায় আরো এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।