ফিরবো ফিরবো বলে…
ঘরে ফেরা হয় না আর।
এরি নাম প্রবাস জীবন
কিছু আলো কিছু আধাঁর।
বুক বাঁধি দুখ কুঁড়াতে
সুখেরী ঘর সাজাতে,
দুরে থাকে প্রিয় স্বজন
বেচেঁ থাকি শুধু আশাতে।
দিন চলে যায় কাজের ফাঁকে
রাতে ভরে নামে অসাড়।
এরি না প্রবাস জীবন
কিছু আলো কিছু আধাঁর।
স্বজন হারা প্রবাসী যারা
পাই না সুখের আলিঙ্গন,
বছর জুড়ে মেহনত করে
মিলে না তবু ধন।
বুক ভেসে যায় চোখের জলে
খোদার কেমন বিচার?
এরি নাম প্রবাস জীবন
কিছু আলো কিছু আধাঁর।