নুপুর শর্মার নবীজি কে কটুক্তি করার প্রতিবাদে এই পুরো ক্যাম্পেইনটা হচ্ছে টুইটারে।

নুপুর শর্মার বক্তব্য টা ছিল, ‘ ৬ বছরের বাচ্চাকে বিয়ে করে ৯ বছর বয়সে তার সাথে শারিরীক সম্পর্ক করেছেন নবীজি’ (আস্তাগফিরুল্লাহ)।

নুপুর শর্মার নবীজি কে কটুক্তি করার প্রতিবাদে এই পুরো ক্যাম্পেইনটা হচ্ছে টুইটারে। আমাদের দেশের মানুষজন টুইটার কম ব্যবহার করার কারণে এই অঞ্চলে এখনো বিষয়টা অনেকে জানেই না। মধ্যপ্রাচ্যে এটা নিয়ে হট্টগোল লেগে গেছে। অনেক কোম্পানি ভারতীয় হিন্দুদের চাকরিচ্যুত করা শুরু করেছে, রাষ্ট্রীয় ভাবে প্রতিবাদ জানিয়েছে অনেকগুলো দেশ। কাতার, কুয়েত সরকার ভারতীয় হাইকমিশনার কে ডেকে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিচ্ছে এবং ভারতকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে বলছে।

ইতোপূর্বে যারাই বিজেপি সরকারের সাম্প্রদায়িক নীতির কারণে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উৎকন্ঠা প্রকাশ করতো এতদিন বিজেপির পক্ষ থেকে তাদের বলা হতো, ” ভারতে অনিরাপদ বোধ করলে পাকিস্তান চলে যাও”।

নবীজিকে কটুক্তি করায় বিজেপি দিল্লির স্পোক পার্সন নুপুর শর্মাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার পত্রটি পাবলিকলি প্রচার করেছে বিজেপি যেখানে নুপুর শর্মার বাড়ির ঠিকানা উল্লেখিত ছিল। তো এটা নিয়ে নুপুর শর্মা সাংবাদিকদের ঠিকানা প্রচার না করার অনুরোধ করে টুইট করেছেন।
সেই টুইটের কমেন্টবক্স ভরে গেছে, “ভারতে অনিরাপদ বোধ করলে পাকিস্তান চলে যাও”।