কলি আক্তার মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদরের আবু হুরাইরা (রা.) আদর্শ দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিন। মাদ্রাসার সুপার মাওলানা শাহাদাত হোসাইনের সভাপতিত্বে বক্তৃতা করেন মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মো. সাইয়ফুল ইসলাম, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তৃতা করে মো. সাকিব মীর,ফিরোজ খান। ইসলামি সঙ্গীত পরিবেশন করে মো. হাসানুল বান্না,মো. নাজিম শেখ।
অনুষ্ঠানের শুরতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করে হাফেজ মো. নাজমুস সাকিব।