নাদিয়া আফরিন পেলেন লেখক সংবর্ধনা পুরস্কার

নিজস্ব প্রতিবেদক:
বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ এর পৃষ্ঠপোষকতায় এস ট্যালেন্ট আয়োজিত বুক কে.পি.আর প্রকাশনার মাধ্যমে প্রকাশিত “স্বাধীনতা” বইয়ে নাদিয়া আফরিন এর লেখা কবিতা স্থান পায়। সে লক্ষে প্রতিষ্ঠানটি গতকাল শনিবার ১১ জুন ২২ইং তারিখে নাদিয়া আফরিনকে লেখক সম্মাননা ক্রেস্ট প্রদান করে।

নাদিয়া আফরিন পেশায় একজন ফ্যাশন ডিজাইনার হলেও তার সমস্ত ভালোলাগা ও ভালোবাসার স্থান বাংলা সাহিত্যকে ঘিরে! তার লেখা নিয়মিতভাবেই দেশ বিদেশের বিভিন্ন অনলাইন পোর্টাল, ম্যাগাজিন ও যৌথ গ্রন্থে প্রকাশিত হলেও এবারই প্রথম লেখক হিসেবে কোনো আনুষ্ঠানিক সম্মানা পেয়েছে। এছাড়াও তিনার লেখা বিভিন্ন কবিতা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সকল মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

নাদিয়া আফরিন’র এই সাফল্যে শুভকামনা জানিয়েছেন মসেস বিডি নামে একটি উদ্যোক্তা প্ল্যাটফর্ম এর প্রতিষ্ঠাতা জাকির পারভেজ সহ পুরো মসেস পরিবার। তারা তার সামনের পথ আরো মসৃণ হোক এমনটাই আশা করছেন।

নাদিয়া আফরিন এর লেখা যেন বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে এমনটাই তাদের প্রত্যাশা।