নওগাঁর মান্দায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু বক্বর সিদ্দিক এর নির্দেশক্রমে ১৪নং বিষ্ণুপুর এর স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এম গোলাম আজম এর নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনসাধারণ, মেম্বার সহ সকল গ্রাম পুলিশ, ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এসময় চেয়ারম্যান গ্রাম পুলিশ ও স্থানীয় জনসাধারণদের দিয়ে রাস্তার দুই পাসে রাখা ময়লা, রাস্তায় রাখা ইট,বালি,খোয়া,গাছ,ইত্যাদি সরিয়ে ফেলেন।
পরিচ্ছন্নতা অভিযান চককামদেব পারঘাটি থেকে শুরু করে ফতেপুর বাজারে গিয়ে শেষ হয়।
অভিযান শেষে চেয়ারম্যান বলেন আপনাদের জন্য তৈরি করা রাস্তা আপনাদের রক্ষা করতে হবে আসুন সবাই নিজ দায়িত্বে বাড়ির সামনে রাস্তার উপরে ময়লা আর্বজনা সরিয়ে ফেলি রাস্তা কে তার নিজ গতি ফিরিয়ে দেই।