আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূতের মায়ের মৃত্যুতে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই শোক

আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবুজাফর এর মা আম্বিয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর৷

রাষ্ট্রদূত মোহাম্মদ আবুজাফরের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই।

আজ বোধবার এক শোকবার্তায় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষারিত এক শোকবার্তায় রাষ্টদূত আবু জাফরের মা আম্বিয়া খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, বাংলাদেশ রাষ্ট্রদূত আবু জাফর মা আম্বিয়া খাতুন আজ বুধবার (২২ জুন) সকাল ১০ টায় মৃত্যুবরণ করেন।