মাদকের অপব্যবহার রোধে মোরেলগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত

কলি আক্তার,মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ গ্রহন করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। বিষয় ভিত্তিক আলোচনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ম. হাফিজ আল আসাদ। উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যা ভৈাকেট মো. শাহ্-ই-আলম বাচ্চু। বিভিন্ন শ্রেণি-পেশার ১৫০ জন প্রতিনিধি কর্মশালায় অংশগ্রহন করেন।