বেস্ট টিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশন ও স্টার ভিলেজ ডক্টরস ফার্মেসী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ছাতকে মেডিকেল সেবা ও ত্রাণ বিতরণ

।মুহাম্মদ সৈকত জোয়ারদার বাবু
মানবতায় অমরতা শ্লোগানে ব্যতিক্রমী মানবিক সংগঠন বেস্ট টিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশন ও স্টার ভিলেজ ডক্টরস ফার্মেসী ফাউন্ডেশন এবং মানবিক হৃদয়ের ব্যক্তি জাহাঙ্গীর আলম মুন্সীর যৌথ উদ্যোগে সুনামগঞ্জের ছাতক উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নে মানবিক উপহার প্রদান ও মেডিক্যাল সেবা দেওয়া হয়।

মানবিক উপহার তথা শুকনা খাবার, ঔষধ ও বিশেষজ্ঞ ডাক্তার ধারায় বন্যা পরবর্তী পানিবাহিত রোগের চিকিৎসা দেওয়া হয় এবং মা ও শিশুদের জন্য বিশেষ কিছু চিকিৎসার ব্যবস্থা করা হয়।

একেবারে ভারত বাংলার সিমান্ত ঘেঁষা ১নং ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সুফি আলম সোহেল, বেস্ট টিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশন এর তত্ত্বাবধায়ক প্যানেল মেম্বার জিয়াউর রহমান, মুহাম্মদ সৈকত জোয়ারদার বাবু, ইসমাইল হোসেন রনি, মাসউদ হাসান ও সাফিউল ইসলাম রকি সহ স্টার ভিলেজ ডক্টরস ফার্মেসী ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করে।

স্টার ভিলেজ ডক্টরস ফার্মেসী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার লিমন আমাদের মুক্তকণ্ঠে জানান, বেস্ট টিম একটি মানবিক পরিবার এবং আমাদের সংগঠনও মানবিক কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকি। অতএব আমাদের উভয় মানবিক পরিবার বিগত ও বর্তমান সময়ের ন্যায় আগামীতে বেস্ট টিমের সাথে কাজ করে যাবে।

জাহাঙ্গীর আলম মুন্সী বলেন, বেস্ট টিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশন ও স্টার ভিলেজ ডক্টরস ফার্মেসী ফাউন্ডেশনের সকল সেচ্ছাসেবী গন অত্যন্ত পরিশ্রমী, মেধাবী ও সৃজনশীল চেতনার অধিকারী, আমি উনাদের সাথে মানবিক কাজে অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত।

বেস্ট টিম অফিসিয়াল মানবিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি রবি আহাম্মেদ ও ব্যবস্থাপক আসিফুর রহমান শান্ত, সুনামগঞ্জে মানবিক কাজে অংশগ্রহণকারী সকল মানবিক হৃদয়ের স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আগামীতেও আপনাদের পরিষ্কার হৃদয় নিয়ে মানবিক কাজে অংশগ্রহণ আমাদের সকলের কাম্য।

স্টার ভিলেজ ডক্টরস ফার্মেসী ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মাসউদ হাসান ও আমাদের মুক্তকণ্ঠ প্রতিনিধি সাফিউল ইসলাম রকির যৌথ সঞ্চালনায় মানবিক কার্যক্রম টি পরিচালনা করা হয়।