ঈদে রিলিজ হচ্ছে,কবি ও গীতিকার আলমগীর সাকিবের লেখা ও অভিনীত দুটি রোমান্টিক গান।

সাফিউল ইসলাম রকি
কবি ও গীতিকার আলমগীর সাকিব ১৯৯২ সালে ১লা সেপ্টেম্বর সিরাজগঞ্জ জেলা, কাজীপুর থানা,নাটুয়ার পাড়া ইউনিয়নের পানাগাড়ী গ্রামে (যমুনার চরে) এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তার পিতা মোঃ ওসমান গনী এবং মাতা, মৃত ফাতেমা খাতুন এর সংসারে পাঁচ ভাইবোনের মধ্যে বড় ছেলে তিনি।তার শৈশব, কৈশোর কেটেছে একদম সাদামাটা মানুষের ভীরে যমুনার তীরে।ভদন,চিরক,গোল্লাছুট,বউ বউ,কানামাছি, আল্লাহ মেঘ দে বৃষ্টি দে, অলাদাদী কাইল্যাদাদী,আরো কতশত খেলায় মেতে কেটেছে তার ছেলেবেলা,মুছে যায়নি হৃদয় থেকে সেই মাদার বাঁশ খেলা।তার বাবা ওসমান গনী বাউল গান করতেন,পিত্রালয় থেকেই মাটির সুরের গান তার হৃদয় জুড়ে বহমান।তিনি ছোট বেলা থেকেই লেখালেখি পছন্দ করেন,ইতিমধ্যে তার লেখা অনেক গান,কবিতা, গল্প বিভিন্ন জাতীয়, দৈনিক পত্রিকা,ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। এছাড়াও তার লেখা অনেক যৌথ কাব্যগ্রন্থে স্থান পায় এবং তার একক কবিতাগ্রন্থ “প্রদীপ জ্বলছি মানবে” ২০১৮ সালের ২১শে বই মেলায় তিউড়ি প্রকাশন থেকে প্রকাশ পায়।তার লেখালেখির ভূমিকায় আন্তর্জাতিক সহ বাংলাদেশের বিভিন্ন সংগঠন থেকে সম্মাননা সনদ ও ক্রেস্ট জয় করেন।

ঈদে রিলিজ হওয়ার গান সম্পর্কীয় আলোচনায় কবি ও গীতিকার আলমগীর সাকিব বলেন, আমি এর আগেও বেশ কয়েকটি গান রিলিজ দিয়েছি, তারমধ্যে অন্যরকম স্বাদ পাওয়া যাবে এই দুটি গানে। একটি রোমান্টিক ডুয়েট গান অন্যটি মাটির সুরের যমুনার গান। আরো একটি মজার খবর হলো,আমি নিজেই গান দুটিতে মডেলিং করেছি।
গানের শিরোনাম,
১/ভালোবাসিরে প্রাণের বন্ধু।
২/আমার ভালোবাসার যমুনার চর।

কবির কথা…
ভালোবাসার কোন আকার, সীমা, রং নাই গানটি হলো,কত যে ভালোবাসি তোকে কেমনে বুঝাই?

যমুনারে তোর পাড়ে বসেই ভাবে এ হৃদয়,
তোর বুকে থেকেই যেন হয় চিরবিদায়।
গত ২৪-০৬-২০২২ তারিখে গান দুটির শুটিং সফলভাবে শেষ হয়েছে।

গান দুটিতে সুর ও মিউজিক করেছেন সুরকার ও জনপ্রিয় কণ্ঠশিল্পী সারোয়ার মাহিন।কন্ঠ-সারোয়ার মাহিন ও রুমি খান,পরিচালক – রিসি জুয়েল,প্রযোজক- আলমগীর সাকিব,মডেল- আলমগীর সাকিব ও স্মৃতি ইসলাম এবং ভিডিও পরিচালনা – তনু বিকেল।

আশা করি গান দুটি সকলের হৃদয় ছুঁয়ে যাবে।
গান দুটি রিলিজ হবে Saroar Mahin Official এবং MAS TV Official ইউটিউব চ্যানেল থেকে।

MAS TV Official চ্যানেলটি কবি ও গীতিকার আলমগীর সাকিবের নতুন ও প্রথম ইউটিউব চ্যানেল। সকল প্রিয়জনদের কাছে একটু ভালোবেসে কষ্ট করে চ্যানেলটি SUBSCRIBED করে পাশে থেকে সাথে রাখার অনুরোধ রইল।