মোরেলগঞ্জে আত্মসমর্পণ করা ৮ বনদস্যুকে ঈদ সামগ্রী প্রদান

কলি আক্তার মোরেলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে আত্মসমর্পণ করা বনদস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ৮ জন সাবেক বনদস্যুর হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

২০১৯ সালে পঞ্চকরণ ইউনিয়নের করিম বাহিনীর ১৬ জন সদস্য ১৬ টি আগ্নেয়াস্ত্রসহ বরিশালে র ্যাবের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

ওই ১৬ জনের ৮ জনকে আজ ঈদ সামগ্রী প্রদান করা হয় বলে নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।