একদিনে টোল আদায়ে পদ্মাকে পেছনে ফেললো বঙ্গবন্ধু সেতু

ঈদে উত্তরের ঘরমুখো মানুষের যাত্রায় টোল আদায়ের এক নতুন রেকর্ড গড়েছে যমুনা নদীর ওপর স্থাপিত বঙ্গবন্ধু সেতু। গত ২৪ ঘণ্টায় এই সেতুর দুই প্রান্তে তিন কোটি ৩৪ লাখ টাকার টোল আদায় হয়েছে। ১৯৯৮ সালে চালু হওয়ার পর যা এ যাবতকালে সর্বোচ্চ টোল আদায়। এদিকে বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায়ের নতুন রেকর্ড ছাড়িয়ে গিয়েছে একই সময়ে পদ্মা সেতুতে আদায় হওয়া টোলের পরিমাণকেও।

পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৩ কোটি সাড়ে ১৬ লাখ টাকারও বেশি টোল আদায় হয়েছে, ২৫ জুন সেতুটি উদ্বোধন হওয়ার পর এখন পর্যন্ত যা পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায়ের চেয়ে মাত্র দুই হাজার টাকা কম। গত ২রা জুলাই পদ্মা সেতুতে ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা টোল আদায় করা হয়। এটিই এ পর্যন্ত পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায়। ওই দিন পদ্মা সেতু দিয়ে ২৬ হাজার ৩৯৮টি গাড়ি পারাপার হয়।

বঙ্গবন্ধু সেতু সূ‌ত্রে জানা গে‌ছে, সেতু‌তে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দুই পা‌ড়ে টোলপ্লাজাতে টোল আদায় হ‌য়ে‌ছে তিন কো‌টি ৪০ লাখ সাত হাজার ৭০০ টাকা।

একই সময়ে এ সেতুতে ৪৩ হাজার ৫৯৫‌টি প‌রিবহন পারাপার হ‌য়েছে। সেতুর পূর্ব টোলপ্লাজা দি‌য়ে উত্তরবঙ্গের দিকে ২৫ হাজার ১১৩‌টি প‌রিবহন পার হ‌য়ে‌ছে। উত্তরবঙ্গ থে‌কে সেতুর পশ্চিমপাড় টোলপ্লাজা পার হয়েছে ১৮ হাজার ৪৮২‌টি প‌রিবহন। এছাড়া সেতু পারাপার হয়েছে ছয় হাজার ৩৪১টি মোটরসাইকেল।

এদিকে বৃহস্পতিবার পদ্মা সেতু দিয়ে গাড়ি চলাচল করেছে ২২ হাজার ৭০৩টি। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা।

এর আগে, গত ২৯ এপ্রিল ঈদুল ফিত‌রের সময় সর্বশেষ বঙ্গবন্ধু সেতু দি‌য়ে ৪৪ হাজার ২৭৪‌টি প‌রিবহন পারাপারের বিপরীতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছিল তিন কো‌টি ১৯ লাখ সাত হাজার ২০০ টাকা।