হবিগঞ্জে পরিকল্পনা মন্ত্রী আগমনে ফুলেল শুভেচছা জানান পুলিশ সুপার!

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি!
হবিগঞ্জ জেলায় মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের আগমণ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান-পুলিশ সুপার!

শনিবার (০৯-জুলাই ২২) ইং (শনিবার) গণপ্র্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম. এ. মান্নান এমপি স্ব-পরিবারে হবিগঞ্জ জেলায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার এস এম মুরাদ আলী!

এ সময় মাননীয় মন্ত্রী মহোদয় স্ব-পরিবারে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন “দ্যা প্যালেস লাক্সারী রিসোর্ট” এ অবস্থান নেন।

এ সময় উপস্থিত ছিলেন ইশরাত জাহান, জেলা প্রশাসক, হবিগঞ্জ, মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), হবিগঞ্জ আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ এবং রকিবুল ইসলাম খান, অফিসার ইনচার্জ, বাহুবল মডেল থানা, হবিগঞ্জ।