ফতেপুর মাদ্রাসার প্রাত্তন শিক্ষার্থী পরিষদের আহবায়ক কমিটি গঠন

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ফতেহপুর জামে ঊল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ফোরাম এর উদ্যোগে সোমবার সকাল ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গণে ঈদ পুর্ণমিলনী ও সাধারন সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী মো: নোমান হোসাইনের সঞ্চালনায় ও প্রাক্তন শিক্ষার্থী মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি প্রাক্তন শিক্ষার্থী আ.ন.ম সাইফুর রহমান (রতন)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.কে. এম ইউসুফ, মাদ্রাসার সহকারী মৌলভী ও প্রাক্তন শিক্ষার্থী জনাব মাও. মো: মোহছেন। মাদ্রাসার প্রধান উপদেষ্টা আ.ন.ম সাইফুর রহমান। বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা শেষে মোহাম্মদ আনোয়ার হোসেন আহবায়ক ও নোমান হোসাইনকে সদস্য সচিব করে ১৮ সদস্য নতুন আহবায়ক কমিটি ঘোষণা করেন।