নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত রামগঞ্জ উপজেলার কৃতি শিক্ষার্থীদের কে সংবর্ধনা ও ঈদ পূনর্মিলনী- ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সম্ভাবনার রামগঞ্জ গ্রুপ ও আব্দুল মান্নান ভূঁইয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
সম্ভাবনার রামগঞ্জ গ্রুপের এডমিন আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে এসময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোনাজের রশিদ, আব্দুল মান্নান ভূঁইয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মাসুদ আলম ভূঁইয়া, রামগঞ্জে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রভাষক, (ফলিত গনিত বিভাগ) আব্দুল করিম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রভাষক (পরিসংখ্যান বিভাগ) সোহেল মাহমুদ, রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন জাহাঙ্গীর, দৈনিক লাখো কণ্ঠের প্রকাশক সাংবাদিক ফরিদ বাংগালী প্রমুখ।
এমন সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাসিত কৃতি শিক্ষার্থীরা।
পরে অনুষ্ঠানে আগত অতিথিরা সম্ভাবনার রামগঞ্জ গ্রুপ ও আব্দুল মান্নান ভূঁইয়া ফাউন্ডেশন এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এবং আগামীতেও এমন মহতি উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান।