আনোয়ারা গোবাদিয়ায় কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসুল, হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ঈছালে ছাওয়াব উপলক্ষ্যে এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ জুলাই) গোবাদিয়া শাহজীর বাড়িতে অনুষ্ঠিত এ এশায়াত মাহফিল আয়োজন করে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ এর ১২৭ নং গোবাদিয়া শাখা।
আলহাজ্ব মুহাম্মদ আবুল কাসেম খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তা ছিলেন কেন্দ্রীয় এশায়াত পরিষদের সদস্য মাওলানা মোহাম্মদ জসীম উদদীন নুরী ছাহেব। তিনি কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরীফের তরিকতের দাওয়াত গ্রহণ করে মোর্শেদে আজম এর ছোহবতে গিয়ে ঈমানকে শাণিত করে নিজেদেরকে পরিপূর্ণ আশেকে রাসূলে পরিনত করার আহবান জানান।
মাহফিলে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ নুরুল ইসলাম,মুহাম্মদ আবুল হাসেম বাবু, মুহাম্মদ ওয়াহিদ মুরাদ খান,, মুহাম্মদ আবদুন নুর,মুহাম্মদ সাইদুল হক,আতাউল হক,খোরশেদ আলম,বরাত খান,আবদুল আলিম,আবু ছিদ্দিক,সিরাজুল ইসলাম,মফিজুর রহমান, নাজমুল হাসান খান,তারেক আজিজ খান, রশিদ আহমদ,জিয়াউল হক,আবদুল মাবুদ, ইব্রাহিম সুমন, আবদুল কাদের প্রমুখ।
মাহফিল এ মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং দরবারের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু এর ফুয়ুজাত কামনা ও মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব ও আহলে মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব এর হায়াতে খিজরী,রোগমুক্তি কামনা করে মুনাজাত করা হয়।