জয়পুরহাটবাসীকে নিরাপত্তা দিতে জেলা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে-পুুলিশ সুপার মাছুম

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ-
জয়পুরহাটে পুলিশ লাইন্স মাঠে অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। রবিবার সকালে প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জেলা পুুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা।

প্যারেড অধিনায়ক মোঃ মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং সহ-অধিনায়ক মোঃ নওশাদ আলী,পুলিশ পরিদর্শক(সশস্ত্র),পুলিশ লাইন্স, জয়পুরহাট এর নেতৃত্বে,জেলার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত ৬ টি কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। তিনি পরিদর্শনকালে মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা মূল্যায়ন করেন এবং চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন। সেই সাথে সুশৃংখলভাবে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন।দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের জনগণের সাথে সু-সম্পর্ক বজায় রাখার নির্দেশ প্রদান করেন।

এ সময় তিনি অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা থাকার কথা বলেন এবং বর্তমান প্রেক্ষপটে করোনার প্রাদুর্ভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষার জন্য ডিউটিতে বা ডিউটির বাহিরে সর্বক্ষণিক মাক্স পরিধান করতে বলেন। জনসাধারণের সাথে উত্তম ব্যবহারসহ বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারে পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশনাবলী গুলো মানার জন্য এবং সর্বোচ্চ সতর্ক থাকার জন্য নির্দেশ প্রদান করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের জাতির ইতিহাসে সবচেয়ে বড় অর্জন হলো স্বাধীনতা। আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখতে হলে দেশপ্রেম বাড়াতে হবে। ১৯৭৫ সালে ১৫ জানুয়ারি প্রথম পুলিশ সপ্তাহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণে বলেছেন যে, তোমরা স্বাধীন দেশের পুলিশ, ইংরেজদের পুলিশ নও।পাকিস্তানিদের শোষকের পুলিশ নও তোমরা জনগণের পুলিশ।

আমাদের আইজিপি মহোদয় বলেছেন যে, নিরাপত্তা হলো অক্সিজেন এর মত অক্সিজেন ছাড়া যেমন মানুষ চলতে পারে না তেমনি নিরাপত্তাবোধ ছাড়া কোন জাতি চলতে পারে না। পুলিশ হবে জনগণের প্রথম ও শেষ ভরাসার স্থল।

আমাদের জয়পুরহাট জেলা পুলিশের প্রত্যেকটা সদস্য অত্যন্ত আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে জয়পুরহাট জেলা পুলিশের সদস্যরা দিনভর পেশাদারিত্বের সাথে জেলাব্যাপী দায়িত্ব পালন করেছে।পেশাগত দায়িত্বকে সর্বাগ্রে বিবেচনা করে বিশেষ দিন ছাড়াও প্রতিটি দিনকে গুরুত্ব দিয়ে জয়পুরহাটবাসীকে নিরাপত্তা দিতে জেলা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।এটা আমাদের প্রত্যেকটা পুলিশ সদস্যের আন্তরিকতা ও পেশাদারিত্বের ফসল।

আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা বাংলাদেশ পুলিশ পরিবার, আমরা এমন কোনো কাজ করবো না যেটা বাংলাদেশ পুলিশের ভাবমুর্তি ক্ষুণ্ন হয়। সমাজের সকল স্তরের মানুষের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দিতে হবে এবং পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করার জন্য সকলকেই আন্তরিকভাবে কাজ করে যেতে হবে।