হবিগঞ্জের মাধবপুর মনতলায় ১৬ কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি!
হবিগঞ্জের মাধবপুরে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে (বিজিবি) বাংলাদেশ বর্ডারগার্ড!

মাদক ব্যবসায়ী হলেন মাধবপুর উপজেলার রামনগর গ্রামের মৃত মন্নর আলীর ছেলে মোঃ মাসুক মিয়া (২৮)

রবিবার (১৬জুলাই২২) ইং বিকালে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান ,মনতলা সিমান্ত ফাঁড়ির হাবিলদার মো: আমিনুর রহমান এর নেতৃত্বে বিজিবির একটি টহল টিম উপজেলার সীমান্তবর্তী রামনগর এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ মাসুক মিয়াকে আটক করে।

এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে একই এলাকার মৃত তাউজ মিয়ার পুত্র আঃ আওয়াল পালিয়ে যায়।

বিজিবি ৫৫ ব্যাটেলিয়ন এর অধিনায়ক লে: কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান, ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।