হবিগঞ্জের মাধবপুরের অলিপুরে নোহা ও বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ গুরুতর আহত ২৫!

মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি!
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মাধবপুর হাইওয়ে রোডের অলিপুরের বাহারনগর এলাকায় আল-মোবারাকা ও নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ আহত ২৫ জন।

সোমবার (১৮ জুলাই২২) ইং দুপুর ২ ঘঠিকায় অলিপুর বাহার নগর এলাকায় দুর্ঘটনা টি ঘটে!

স্থানীয় সুত্রে জানা যায়, ঢাকাগামী যাত্রীবাহী বাস ও সিলেটগামী মাইক্রোর নোহার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এতে নারী সহ ৪ যাত্রী নিহত হন।

তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন

বিষয় টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ। তিনি জানান খবর পেয়ে ঘটনা স্থলে এসে আহত দের উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।