মীর দুলাল( হবিগঞ্জ) জেলা প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশের কয়েকটি টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি চুরি মামলা ও অন্যান্ন মামলা সহ ১৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার কৃত আসামি গণ ১/.মাসুম মিয়া(৪১)পিতা মৃত মন্নর আলী সাং মাধবপুর,২/.সেলিম মিয়া(৩৯)পিতা মৃত মজিদ সাং মাধবপুর,৩/.আব্দুল মজি মিয়া(৩২) পিতা মৃত মর্তুজ আলী সাং মাধবপুর,
আসাদ,৪/.নূর জাম্মান মিয়া(২৮)পিতা দুধ মিয়া সাং মাধবপুর,৫/.রহমত আলী(২০)পিতা আব্দুল করিম সাং মাধবপুর,৬/.হেবজু মিয়া(২৩)পিতা মৃত খোরশেদ মিয়া সাং মাধবপুর, ৭/.আব্দুল মালেক(৪৬)পিতা আব্দুল মাওলা সাং মাধবপুর,৮/.সজল রায়(৩৫)পিতা স্বপন রায় সাং মাধবপুর, ৯/.বখতিয়ার খান(৪৩)পিতা মৃত আজব আলী সাং চুনারুঘাট,১০/.জাহির মিয়া(২৯)পিতা আব্দুল মজিদ সাং মাধবপুর,১১/.ইসমাইল খান(৩৩)পিতা আদম খান সাং মাধবপুর,১২/.সামসুল ইসলাম(৪২)পিতা নূর মিয়া সাং মাধবপুর,১৩/.রফিকুল ইসলাম(২৭)পিতা মৃত দেওয়র সাং মাধবপুর,১৪/.বাবুল মিয়া(২৬)পিতা মৃত জজ মিয়া সাং মাধবপুর,১৫/.মোস্তাকিম সরদার(২২)পিতা সীমান্ত সরদার সাং খুলনা।
এবিষয়ে সোমবার (১৮ জুলাই ২২) ইং বিকালে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান যে, গ্রেফতার কৃত আসামি গণদের সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।