মীর দুলাল (হবিগঞ্জ) জেলা প্রতিনিধি!
হবিগঞ্জে গন অধিকার পরিষদের যুগ্ন আহবায়ক চৌধূরী আশরাফুল বারী নোমান কে ফুলেল শুভেচছা বিনিময়ে যোগ দান করেন নবীগঞ্জ উপজেলার শাখায় গন অধিকার নেতৃবৃন্দ!
গণঅধিকার পরিষদ নবীগঞ্জ উপজেলার প্রস্তাবিত আহ্বায়ক কমিটির, আহবায়ক রজব আলী ও সদস্য সচিব নুরুল আমিন পাঠান এবং যুগ্ন আহ্বায়ক মওলানা মোশাহিদ আলী!
সোমবার (১৮ জুলাই২২) ইং সন্ধ্যায় সাড়ে ৭ ঘঠিকায় গণঅধিকার পরিষদের অস্থায়ী কায্যালয়ে এ শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠিত হয়!
গন অধিকার কেন্দ্রীয় সংসদের যুগ্ন আহ্বায়ক চৌধুরী আশরাফুল বারী নোমান ভাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের অন্যতম সদস্য আবুল হোসাইন জীবন রজব আলী ও নুরুল আমিন পাঠান এবং মওলানা মোশাহিদ আলী প্রমুখ!
এ সময় আরও উপস্থিত এডভোকেট আব্দুল মালেক হ্বদয় এডভোকেট আজিজুল হক। গন অধিকার পরিষদের অন্যতম নেতা এম এ রকিব জালাল আবদুল হান্নান পাটোয়ারী জিতু মিয়া সর্দার!
এ সময় দেশের চলমান দুর্ভোগ লোডশেডিং সড়ক দুর্ঘটনা রোধে সরকারের ভুমিকা নিয়ে তিনি ক্ষুব্ধতা প্রকাশ করেন।