মোঃ আবদুল কাদের,রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে হুমায়ূন কবির নামে এক সৌদি প্রবাসীর ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল ভবনের গ্রিল কেটে ঢুকে ঘরের সবাইকে বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটে।
শুক্রবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ভুক্তভোগী হুমায়ুন কবির জানান, কয়েকদিন আগে সৌদি আরব থেকে বাড়িত আসেন। বৃহস্পতিবার রাতে মুখোশধারী ৮/১০ জনের ডাকাতদল তার ভবনের বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢুকে।
এ সময় ঘরের সবাইকে বেঁধে নগদ দুই লাখ টাকা,৬ ভরি স্বর্ণ ও মূল্যবান মালামাল লুট করে নেয়। পরে ডাকাতদল ঘরের লোকজনকে বাঁধা অবস্থায় আটকে রেখে পালিয়ে যায়। সকালে বাড়ির অন্য লোকজন খবর পেয়ে তাদের উদ্ধার করে। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন,ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।