হবিগঞ্জের স্টাফ কোয়ার্টারে সেফা ফার্মেসী থেকে যুবকের লাশ উদ্ধার।

মীর দুলাল হবিগঞ্জ জেলা প্রতিনিধি!
হবিগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার স্টাফ কোয়ার্টা রোডের সেফা ফার্মেসীর দোকান শ্রমিক স্বপন (২২) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ জুলাই ২২)ইং সকাল সাড়ে ১১ ঘঠিকায় হবিগঞ্জ সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করেন!

স্থানীয় সুত্রে জানা যায় সেফা ফার্মেসীর দোকান শ্রমিক হিসেবে কাজ করতেন স্বপন! প্রতি দিনের ন্যায় গতরাতে খাবার খেতে দোকান বন্ধ করে ঘুমিয়ে যায় স্বপন।
দুপুরে টাইম হয়ে গেলে ও দোকান বন্ধ থাকায় মালিক রঞ্জন ফার্মেসীতে এসে ডাকা ডাকি করলেও কোন সারা শব্দ না পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ খবর দেয়।
পুলিশ ঘটনা স্থলে এসে দরজা ভেঙে ভিতর থেকে স্বপন এর লাশটি উদ্ধার করেন।

নিহত স্বপন বাটোরা আদমপুর গ্রামের অষ্টগ্রাম থানার কিশোরগঞ্জ জেলার দ্রুবেন্দ্র বৈজ্ঞব এর ছেলে। সেফা ফার্মেসীর মালিক রঞ্জন জানান ৪বছর যাবত স্বপন আমার দোকানে শ্রমিক হিসাবে কাজ করে।

হবিগঞ্জ সদর থানা এস আই কাউছার আহমেদ তোরন। জানান খবর পেয়ে ঘটনা স্থলে এসে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করি।
লাশটি ময়না তদন্তের রিপোর্ট পেলে কি মৃত্যের কারণ জানা যাবে।