বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বড় ব্যবধানে জয় পেয়েছে ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলার স্কুল পর্যায়ের ফাইনাল খেলায় পূর্ব রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চন্দ্রগঞ্জ কে হারিয়ে এই জয় পায় তারা।

সোমবার বেলা তিনটায় লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ২-০ গোলের বড় ব্যবধানে চ্যাম্পিয়ন হয় ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব সালাউদ্দিন টিপু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসেন।

ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুর হোসেন বলেন, ‘আমাদের বিদ্যালয়ের ক্ষুদে খেলোয়ারদের ক্রীড়া নৈপুণ্য দেখে আমরা অত্যন্ত মুগ্ধ।

ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: নাছির উদ্দিন রাজু বলেন,আমাদের ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াররা অত্যন্ত চমৎকার খেলা উপহার দিয়েছে। খেলা দেখে দর্শকরা খুবই আনন্দিত। আগামী খেলাগুলোতে যেকোনো দলকে ভবানীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল একাদশ মোকাবিলা করতে সক্ষম হবে, ইনশাআল্লাহ।