হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের সামন থেকে চুরি হওয়া মোটর সাইকেল সিলেট থেকে উদ্ধার ও এ ঘটনার সাথে জড়িত মোটর সাইকেল চোর সিন্ডিকেট চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ গোলাপগঞ্জ থানা ও সিলেট শহরের তালতলা নামক এলাকা থেকেতা দের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, গোপালগঞ্জ থানার লক্ষণাবন্দ এলাকার শওকত আলীর ছেলে মোঃ শামছুল ইসলাম (২১), দক্ষিন সুরমা থানার ধরাধরপুর গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে রাফাত হোসেন রাফি (২২) ও জৈন্তাপুর থানার ঘিলারতল গ্রামের সবু মিয়ার ছেলে রুহেল আহমদ বাবু (২৪)।
গত ২৩ মে রাত ৯ টার দিকে বানিয়াচং উপজেলার নোয়া পাথারিয়া গ্রামের হাফেজ মোঃ ফজলুল হক তালুকদার তার ভাগিনা শহরতলীর যশের আব্দা গ্রামের মীর জিলাল (সাংবাদিক) এর ছেলে মীর রিয়াদ আলম এর মোটর সাইকেল টি নিয়ে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি তার স্ত্রীকে দেখতে যান!
এ সময় তিনি হাসপাতালের সামনে মোটর সাইকেলটি পার্কিং করে স্ত্রীকে দেখে রাত ১০টা ৪৫ মিনিটে নিচে এসে দেখেন সাইকেলটি চুরি হয়েছে।
পরে তিনি হাসপাতালের সিসিটিভি ক্যামেরা দেখে চোর আব্দুল হক (৩০) ও রিপন মিয়া (২৮)কে সনাক্ত করে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।
এ প্রেক্ষিতে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সুকোমল ভট্টাচার্য্য শহরতলীর উমেদনগর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল হককে গ্রেফতার করে।
এসময় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলটি রিপন ও লাদেনের সহযোগিতায় সিলেট জেলার বালাগঞ্জ থানা এলাকার হোসিয়ার আলীর কাছে বিক্রি করেছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। গত ২৮ জুন তার দেয়া জবানবন্দি অনুযায়ী হোসিয়ার আলীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ।
পরে আব্দুল হক ও হোসিয়ার আলীর দেয়া তথ্যানুযায়ী গত মঙ্গলবার হবিগঞ্জ সদর মডেল থানার এসআই সুকোমল ভট্টাচার্য্যরে নেতৃত্বে একদল পুলিশ সিলেটের গোলাপগঞ্জ থানা ও সিলেট শহরের তালতলা নামক এলাকায় অভিযান চালায়।
এ সময় পুলিশ মোটর সাইকেল চোর সিন্ডিকেটের সদস্য মোঃ শামছুল ইসলাম, রাফাত হোসেন রাফি ও রুহেল আহমদ বাবুকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে চুরি হওয়া মোটর সাইকেলটি উদ্ধার করে।
হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের বিষয়টি প্রক্রিয়াধীন। সকল আসামীরা মোটরসাইকেল চুরির সংঙ্ঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য।
তারা বিভিন্ন স্থান থেকে মোটর সাইকেল চুরি করে একে অপরের সহযোগিতায় দ্রত হাত বদল করে অন্যত্র সরিয়ে ফেলে। তাদের সাথে জড়িত অন্যান্য চোর চক্রের সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে!