বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর ২ য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের সবুজনগর এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাহবুব আলম টুকু, এ্যাড. হারুনুর রশীদ, আলী মতুর্জা, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব আলম রিপন, জাহাঙ্গীর আলম, মাশরুফ হোসেন, আক্কেলপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈকত হোসেন, জয়পুরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আঃ হাই, রুহুল আমিন প্রমুখ।
এসময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবুর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম করে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।