রায়পুরে ছেলের চাকরির খোঁজে এসে মা অপহরণের শিকার

লক্ষ্মীপুরে রায়পুরে ছেলের চাকরির খোঁজে এসে নাজমা আক্তার (৪০) নামে এক গৃহবধূ অপহরণের শিকার হয়েছেন। নাজমা আক্তার রাজশাহী শহরের চন্দ্রিমা থানার শিরোইল কলোনির নুর মোহাম্মদ সরদারের স্ত্রী।

পুলিশ সূত্র জানা যায়,বড় ছেলে শাহিনুর রহমান বেকার থাকায় চাকরির সন্ধান করছিলেন নাজমা। রায়পুর থেকে একটি চাকরির লোভনীয় অফার পান। সেই সূত্র ধরে নাজমা ও মেয়ে নাজমুন নাহার সুমি এবং ছেলে শাহিনুর রহমানকে নিয়ে শনিবার রাজশাহী থেকে বাসযোগে লক্ষ্মীপুরে নামেন, পরে সেখান থেকে সিএনজি নিয়ে রায়পুরে আসেন।

প্রতারক চক্ররের দেওয়া ঠিকানা অনুযায়ী রায়পুর ও রামগঞ্জ সীমানার মধ্যে মাছিমপুর বাংলাবাজারে মা নাজমা আক্তারকে একা আসতে বলে,আসার পর নাজমা আক্তার’কে অপহরণ করে প্রতারক চক্র।

নাজমা আক্তারকে জীবিত ফেরত পেতে হলে বিকাশে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে প্রতারক চক্রটি। ছেলে শাহিনুর রহমান ও মেয়ে নাজমুন নাহার সুমি তাদের মায়ের বিকাশে ৪০ হাজার টাকা পাঠান। কিন্তু বাকি টাকা পাঠাতে অপারগতা প্রকাশ করেন এবং রাত ৯টায় রায়পুর থানায় এসে মৌখিকভাবে বললে পুলিশ তাৎক্ষণিক ভাবে বিকাশের সিম ব্লক করেন দেন। এবং অভিযান পরিচালনা করে নাজমা আক্তারকে পশ্চিম মাছিমপুর গ্রামের আইডিয়াল স্কুলের সামনে রাস্তা থেকে উদ্ধার করেন।

এবিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, মৌখিকভাবে অভিযোগ পেয়ে সাথে সাথে আমরা অভিযান পরিচালনা করি, আমাদের উপস্থিতি টের পেয়ে প্রতারক চক্র নাজমা আক্তার’কে আইডিয়াল স্কুলের সামনে রাস্তায় ফেলে যায়, পরে তাকে আমরা উদ্ধার করে থানায় নিয়ে আসি। সঙ্গবদ্ধ প্রতারক চক্রকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।