আবুধাবির শিল্পনগরীতে যাত্রা শুরু করেছে আঞ্জুমান রেস্টুরেন্ট

ঘরোয়া পরিবেশে আন্তরিক সেবায় তাজা মাছ ও মাংসের সুস্বাদু বাঙালি খাবার, চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের পাশাপাশি ইন্ডিয়ান, পাকিস্তানী ও নেপালী খাবারের বিপুল সমাহার নিয়ে আবুধাবির শিল্পনগরী মুসাফফার এম ডাব্লিউ ফাইভ (এনপি সিসি ব্লক) এ বানিয়াস কনক্রিট এর পাশে ম্যাঙ্গো সুপার মার্কেট সংলগ্ন যাত্রা শুরু করেছে বাংলাদেশী খাবারের প্রতিষ্ঠান আঞ্জুমান রেস্টুরেন্ট।

শুক্রবার (৫ আগস্ট) বাদে জুমা ম্যাঙ্গো সুপার মার্কেট এবং নতুন এ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী গিয়াস উদ্দিন, মিসেস গিয়াস ফিতা কেটে প্রতিষ্ঠানটির শুভ উদ্ভোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন – আলহাজ্ব আয়ুব, আলহাজ্ব জানে আলম, বৃহত্তর মোহাম্মদ আলী জামাল, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জসিম, মোহাম্মদ মোরশেদ, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ ইলিয়াস মোহাম্মদ, খোরশেদ, ব্যবসায়ী কাজী সাহেব, ম্যানেজার আরিফ, জয়নাল, হাসানসহ আরো অনেক।

উদ্ভোনের পূর্বে প্রতিষ্ঠানের কল্যানে পবিত্র কুরআন খতম, খতমে গাউসিয়া, মিলাদ কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথিরা দেশ ও জাতির কল্যানে প্রবাস থেকে অবৈধ হুন্ডিতে টাকা না পাঠিয়ে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সকল প্রবাসীদের প্রতি অনুরোধ জানান। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, এটি তার দ্বিতীয় ব্যবসায়ীক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় তিনি সকলের দোয়া এবং সহযোগিতা কামনা করেন।