গন-অধিকারের পরিষদের হবিগঞ্জ সদর উপজেলা কমিটি গঠন

 

 

হবিগঞ্জের গন অধিকার পরিষদ এর আহবায়ক কমিটি গঠন গতকাল মঙ্গলবার (০৯ আগষ্ট ২২)ইং সন্ধ্যায় হবিগঞ্জ শায়েস্তানগর টাফিক পয়েন্ট এ এক আলোচনা সভায় এম এ রকিব জালাল কে আহ্ববায়ক এবং মোঃ জাকারিয়া মিয়া কে সদস্য সচিব করে ৯৫ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ সদর উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয়।

 

এম এ  রকিব জালাল ও জাকারিয়ার নেতৃত্বে হবিগঞ্জ সদর উপজেলা শাখার সাংগঠনিক কাজ ও গন অধিকার পরিষদ সুসংগঠিত হবে বলে দলের একাধিক নেতা প্রত্যাশা ব্যক্ত করেন। 

 

হবিগঞ্জের সিনিয়র আইনজিবী এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান গন অধিকার পরিষদে যোগদানের পর থেকে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতি দিন শতাধিক  যুবক গন অধিকার পরিষদে যোগদান করেন।প্রায় ২ মাসে ৬/৭ হাজার এর অধিক নেতাকর্মী গন অধিকার পরিষদে যোগ দান করেন।নতুন এই দল টি দিন দিন দ্রুত এগিয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে দল টি ৬৪ জেলার মধ্যে অধিক অংশ কমিটি গঠন করতে সক্ষম হয়েছে। 

 

সাধারণ মানুষের ধারনা  হবিগঞ্জে গন অধিকার পরিষদের যোগদান ও কার্যক্রম মানবিক কাজে সাধারণ মানুষ মুগ্ধ। দল টি বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড কমিটি প্রযন্ত  গঠন করেছে”  সাধারণ মানুষ দল টি নিয়ে আসা আলো দেখতে পাচ্ছে। দল টি সাধারণ মানুষের অধিকার নিয়ে  কাজ করে অনেক দূর এগিয়ে যাবে এই টা ই মানুষের প্রত্যাশা করেন।