হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার আল-ফজল মুনিরী গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যবিধি মেনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বিশেষ বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদিউল আলম আহমদী এবং আরবি প্রভাষক মাওলানা আহসান উল্লাহ মোবারক। শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল খতমে কোরআন, খতমে তাহলীল, ফাতেহা শরীফ আদায় ও আলোচনা সভা।
আলোচনা সভায় হাজার বছরের ইতিহাসের সবচেয়ে বিয়োগন্তক ঘটনা ১৫ আগস্টের সেই রাতে জাতির জনকের পুরো পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্যসহ সকল মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তি জাতির জনকের পুরো পরিবারকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে, বাংলাদেশের ইতিহাসকে, বাংলাদেশের সংস্কৃতিকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু গণতন্ত্রের মানসকন্যা, বঙ্গবন্ধুর রক্তের ধ্রুবতারা, বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধুর রেখে যাওয়া সে স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
পরিশেষে মাওলানা মুহাম্মদ কামাল উদ্দীনের মিলাদ-কিয়াম পরিচালনা ও মাওলানা মুহাম্মদ মমতাজুল হক নূরীর মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির উন্নতি, সমৃদ্ধি, সাফল্য, মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত এবং জাতির জনকসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।