১৫ ই আগস্ট ২০২২, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর দোয়ার আয়োজন করা হয়।
ইসলামিক স্টাডিজ বিভাগের তত্ত্বাবধানে, অত্র বিভাগের হাফেজ ছাত্ররা সকাল থেকে পবিত্র ক্বুরআন খতম করেন। উক্ত দোয়ায় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। এছাড়াও ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.আবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. লুৎফর রহমান, বিভিন্ন ফ্যাকাল্টির ডিন বৃন্দ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়ার পূর্বে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল ওয়াদুদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, যারা অন্যায়ভাবে কারো হাতে নিহত হন তারা শহীদ। তাই ওইদিন বঙ্গবন্ধু সহ যারা হত্যার স্বীকার হয়েছেন তারা সবাই শহীদের মর্যাদা পাবেন। এছাড়াও তিনি বলেন, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায়। কিন্তু তিনটি আমল জারি থাকে। তার মধ্যে একটি হল উপকারী জ্ঞান। বঙ্গবন্ধু আমাদেরকে সেই উপকারী রাজনৈতিক জ্ঞান দিয়ে গিয়েছেন।যে জ্ঞান সবসময় মানব কল্যাণে ব্যবহার হয়েছে।
এরপর ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক আতিয়ার রহমান মিলাদ পরিচালনা করেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা সালাহউদ্দিন সাহেবের দোয়া পরিচালনা এবং তবারক বিতরণের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান শেষ হয়।