রায়পুরে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে ছাত্রী নিপীড়নের মিথ্যা অভিযোগে গত ১৪ আগষ্ট রোজ রবিবার নিজ বিদ্যালয়ের অফিস কক্ষে সরকারদলীয় রাজনৈতিক নেতা-কর্মীদের দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হন অধ্যক্ষ নিজাম উদ্দিন স্যার।পরে মিথ্যা মামলা সাজিয়ে পুলিশ কর্তৃক গ্রেফতার হন তিনি। তারই প্রতিবাদে গত ২ দিন সোস্যাল মিডিয়ায় প্রতিবাদের জড় উঠে।

অধ্যক্ষ নিজাম উদ্দিন স্যারের মুক্তির দাবিতে আজ রায়পুর শহরের মীরগঞ্জ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে স্কুলের শিক্ষকমন্ডলি, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকমহল। মানববন্দনে তারা জানান,নিজাম উদ্দিন স্যার একজন সৎ ও দক্ষ শিক্ষক। অত্যন্ত সুনামের সহিত বিগত দুই দশক তিনি প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন যার ফলে পুরো রায়পুর উপজেলায় অত্র বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়ে এবং প্রতিবছর পিএসসি ও জেএসসি পরীক্ষায় ঈর্ষনীয় সফলতা অর্জন করে আসছে।তিনি স্কুলের শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ পরিশ্রম করে যাচ্ছেন। স্কুলের শিক্ষার্থীদের নিজ ছেলে-মেয়েদের মত স্নেহ করেন।২০ বছরে স্যারের চরিত্র নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি।হঠাৎ একটি স্বার্থান্বেষী মহল স্কুলটিকে পরিকল্পিতভাবে ধ্বংস করার লক্ষে নিজাম উদ্দিন স্যারকে টার্গেট করে তার চরিত্র হননের জন্য মিথ্যা নাটক মঞ্চস্থ করে।

স্কুলের অফিস কক্ষে তৃতীয় শ্রেণির একজন শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হবে এটা পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়।তাই তারা মানববন্ধন কর্মসূচি থেকে প্রশাসন ও শিক্ষা অফিসের নিকট দাবি জানান,অনতিবিলম্বে নিজাম উদ্দিন স্যারের মুক্তি দিতে হবে এবং উনার মানহানির বিচার চান শিক্ষক ও অভিভাবকমহল।