হবিগঞ্জে র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকা থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামী কে গ্রেফতার করেছে র‍্যাব- ৯সিপিসি- ১ (শায়েস্তা) হবিগঞ্জ।

মঙ্গলবার (১৬ আগষ্ট) সন্ধ্যায় র‍্যাব-৯ সিপিসি -১ হবিগঞ্জ এক প্রেস বিজ্ঞপ্তিতে গনমাধ্যমেকে এ তথ্য জানান।

র‍্যাব সুত্রে জানা যায়, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল ১৫ আগস্ট হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ সদর থানার প্রতারণা মামলার ০১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সদর থানার দক্ষিণ চরহামুয়া গ্রামের মৃত মোঃ কারাম উল্লাহর ছেলে মোঃ সাহেব আলী (৪৫) কে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।