লক্ষ্মীপুরের রায়পুরে ফারিয়া আক্তার (৪) ও রিজু আক্তার (৩) নামের দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। ফারিয়া রায়পুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের মোঃ ইব্রাহীমের মেয়ে। রিজু সোনাপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে।
রায়পুর উপজেলা হাসপাতালের ডাঃ তন্ময় কুমার পালন জানান, দুপুরে শিশুদেরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
ফারিয়ার বাবা মোঃ ইব্রাহিম ও রিজুর মা নেহার বেগম জানান, সকাল ১১টা থেকে সাড়ে ১১টার দিকে বাড়ির লোকজনক কাজে ব্যস্ত থাকার সুযোগে সবার অগোচরে পাশের পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া বলেন, মানবিক কারণে শিশুদের মরদেহ দু’টি দাফনের অনুমতি দেওয়া হয়েছে।