১৫ আগস্ট জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
১৯ আগস্ট শুক্রবার, মোছাফ্ফার ডায়মন্ড সিটি রেস্টুরেন্টের হলরুমে বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফা কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব আজিজুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আজিম উদ্দিন সিকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মুহাম্মাদ ইমরাদ হোসেন ইমু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পাকিস্তান ছাড়াও আরও দুটি দেশ বাংলাদেশের স্বাধীনতা চায়নি। এছাড়াও তিনি বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করা হয়েছে। পাশাপাশি তিনি জাতিরজনক বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন এবং বঙ্গবন্ধু সহ তার পরিবারের আত্মার মাগফিরাত কামনা করেন।
কোরআন তেলোয়াত ও দোয়া মাহফিলের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধু সহ ১৫ আগস্টে নিহতদের স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির তালুকদার। এছাড়াও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এর সভাপতি শেখ রুহুল আমিন, কার্গো এসোসিয়েশন আবুধাবির সভাপতি মুহাম্মদ আলম তওহিদ, প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবির সভাপতি মুহাম্মদ রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জামশেদ আলম, যুগ্ম সম্পাদক গোলাম কাদের ইফতি, কমিউনিটি নেতা সেলিম উল্লাহ আনছারি, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দিন ।
সংগঠনের সম্পাদক ও সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি নুর মুহাম্মদ, বর্তমান সিনিয়র সহ সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ রেজাউল করিম, মুহাম্মাদ জহিরুল ইসলাম, মুহাম্মদ মামুন, মুহাম্মদ ইখতিয়ার উদ্দিন, মুহাম্মদ বেলাল, মুহাম্মদ জাহাঙ্গীর আলম কাজল, মুহাম্মদ লোকমান, মুহাম্মদ আজিজুল ইসলাম ও মুহাম্মদ সেলিম সহ আরও অনেকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ জাহাঙ্গীর সেলিম।এসময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত কমিউনিটি নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশিরা।
সমাপনি বক্তৃতায় সংগঠনের সভাপতি আলহাজ্ব আজিজুল হক চৌধুরী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বাংলাদেশের ইমেজ বৃদ্ধি এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানান।
মিলাদ কিয়াম শেষে বিশেষ মোনাজাত করা হয়।