রায়পুরে পূর্ব সাগরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন।

লক্ষ্মীপুরের রায়পুরে বামনী ইউপির ৯নং ওয়ার্ড পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে।

আজ (২২ আগস্ট) ১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। বেল্লাল হোসেনকে সভাপতি করে এই কমিটি ঘোষণা করা হয়। তিনি বিদ্যোৎসাহী ক্যাটাগরিতে কমিটির সদস্য পদ লাভ করেন।

কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি মো: শরীফ উল্যাহ (অভিভাবক ক্যাটাগরি), মো: মোহছেন সদস্য সচিব (প্রধান শিক্ষক)। সদস্যবৃন্দ হলেন- খাদিজা আক্তার (বিদ্যোৎসাহী ক্যাটাগরি), মো: মিজানুর রহমান (অভিভাবক ক্যাটাগরি), আরজু আক্তার (অভিভাবক ক্যাটাগরি), রেহানা আক্তার (অভিভাবক ক্যাটাগরি), জাহিদুল আলম সুমন (ইউপি সদস্য ক্যাটাগরি), আবদুল মালেক (দাতা সদস্য ক্যাটাগরি) মো: ইসমাইল হোসেন ( উচ্চ বিদ্যালয় প্রতিনিধি) সাকিলা ফেরদৌস ( সহকারী শিক্ষক)।

নির্বাচন পরিচালনা করেন সাগরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহাগ হায়দার। এ সময় উপস্থিত ছিলেন বামনী ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ও কে এস পাবলিক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসনাত সুমন পাটওয়ারী,এলাকার গণ্যমান্ন ব্যাক্তিবর্গ প্রমূখ।