জাতীয় শোক দিবস পালন করেছে কাতার আওয়ামী লীগ

দোয়া ও মুনাজাতের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি দোহা কাতার।

সংগঠনের সভাপতি প্রকৌশলী আকতার জামান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ই এম আকাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শোক সভায় বক্তব্য রাখেন , বঙ্গবন্ধু পরিষদ কতার কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সভাপতি জাকির হোসেন বাবু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাতার বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চু, বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব আলম শিপন মিয়া, উপদেষ্টা ইঞ্জিনিয়ার নাজমুল আলম, ইঞ্জিনিয়ার কাউসার, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, ইঞ্জিনিয়ার রনি,মাইজার শাখার সভাপতি মনির হোসেন প্রমুখ।

বক্তারা এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করেন যারা বন্ধুকে খুন করেছেন বিদেশ থেকে তাদের ধরে নিয়ে ফাঁসি কার্যকর করার আবেদন জানিয়েছেন।