বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন,
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং অতিরিক্ত সার মজুত করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, চাহিদার বিপরীদে সব ধরনের সারের পর্যাপ্ত মজুত রয়েছে। দেশের কোথাও যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে- সে ব্যাপারে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের মনিটরিং জোরদার করতে বলেন।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে মেলান্দহ মির্জা আজম আধুনিক অডিটরিয়ামের সভা কক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মেলান্দহ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও বিসিআইসির ডিলারদের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, মেলান্দহ পৌর মেয়র শফিক জাহেদী রবিন, মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়ার কবির, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চাঁন প্রমূখ।