লক্ষ্মীপুরের রায়পুর শহরের ম্যক্স কেয়ার এন্ড ডায়াগনষ্টিক সেন্টার এবং নিরাময় হাসপাতালে ও ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। এসময় ম্যাক্স কেয়ার হাসপতাল কার্যক্রম বন্ধ ও নিরাময়ের এক্সে কক্ষ ১০ ইঞ্চি করার নির্দেশনা দেয়া হয়েছে।
অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে দেশব্যাপী চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন,রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ বাহারুল আলম। এসময় উপস্থিত ছিলেন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ কবির,কাজী মাহামুদুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও রায়পুর থানার পুলিশ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ বাহারুল আলম বলেন,স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা আজ মঙ্গলবার রায়পুরে ম্যাক্স কেয়ার ও নিরাময় হাসপাতালেই অভিযান হয়েছে।পর্যাক্রমে অন্যগুলোতে অভিযান হবে।