অনাবৃষ্টিতে মানুষ যখন হাহাকার করছে তখন চট্টগ্রামের লোহাগাড়ায় মুসল্লিরা একত্র হয়ে খোলা মাঠে গিয়ে বৃষ্টির জন্য ইস্তিসক্বার নামাজ আদায় করছিল। অসহায় মানুষ আল্লাহ্র দরবারে হাত তুলেছিল বৃষ্টির আশায়, আল্লাহ্ তাদের ফিরিয়ে দেন নি। নামাজ আদায়ের মধ্যেই নেমে আসে রহমতের বৃষ্টি। সেই বৃষ্টিতে ভিজে একে অপরের সাথে কোলাকুলি করে মুসল্লিরা।
আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে বৃষ্টির জন্য দুই রাকাত ইস্তিসক্বার নামাজের আয়োজন করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন। এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা নামাজ ও মোনাজাতে অংশ নেন। আধুনগর ইসলামিয়া ফাজিল মাদ্রসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গনির ইমামতিতে দুই রাকাত ইস্তেখার নামাজ আদায় শেষে মহান রাব্বুল আল আমিনের দরবারে বৃষ্টির জন্য মোনাজত করেন।